বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেল-জরিমানা

 


রবিউল ইসলাম রাজ,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায়  অবৈধভাবে বালু উত্তোলন দায়ে ৪ জনকে জেল জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুব হাসান অভিযুক্তদের এ দণ্ডাদেশ প্রদান করেন। 

অভিযুক্তরা হলেন,কিশোরগঞ্জ উপজেলার কাইলকাপুর এলাকার মিনারুল হকের ছেলে শাহীন আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড অনাদায়ে ১ লাখ টাকা ও নীলফামারী সদরের সুমন ইসলামের ছেলে মনোয়ার হোসেন,নীলফামারী সদর পানিয়াল খাতা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহমান ও চিল মামুদের ছেলে মহিদুল ইসলাম এদের প্রত্যেকে ২ মাসের কারাদণ্ড অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  জানা গেছে, চাঁড়াল কাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী এলাকায় চাঁড়াল কাটা নদীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালুবাহী ট্রলি গাড়িসহ চারজনকে আটক করে।

Post a Comment

0 Comments