বিজ্ঞাপন দিন

যানজট মুক্ত রাখতে পদক্ষেপ নিবে উপজেলা প্রশাসন - আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জলঢাকা পৌরশহরে যানজট মুক্ত রাখতে পদক্ষেপ নিবেন উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী - ৩ আসনের সংসদ সদস্য  মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, জেলা জাসদ সভাপতি অধ্যাপক আজিজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশাএলিচ, মনোয়ারা বেগম, থানা ওসি (তদন্ত) ফজলুর রহমান, উপজেলা আওয়ামিলীগের সাবেক সভাপতি আব্দুল মানান বিএ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এসময় বক্তারা হাসপাতালে নিম্নমানের খাবার পরিবেশন ও দালাল মুক্ত সহ পৌরশহরের সড়কগুলোতে যানজট মুক্ত রাখার কথা তুলে ধরলে খুব দদ্রু এ সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও চালের বাজার নিয়ন্ত্রণ ও বিদুৎ বিল অনিয়মে গ্রাহক হয়রানী বন্ধের দাবি তুলে ধরা হয়।


Post a Comment

0 Comments