বিজ্ঞাপন দিন

জলঢাকায় চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা

রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃ নীলফামারী জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ মাঠে সোমবার (৩০ নভেম্বর) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ও মাক্স বিতরণ করা হয়েছে। এ ক্যাম্পে মোট ৯৭২ জন অসহায় মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ১৪৯ জন ছানি রোগী, ৩৫২ জনকে চশমার রোগী সনাক্ত করেছে। এবং ২৮৯ জন রোগীকে চশমা প্রদান করা হয়েছে। অবশিষ্ট রোগীদের আগামী ৮ ডিসেম্বর শৌলমারি ইউনিয়ন পরিষদে চশমা প্রদান করা হবে। এছাড়াও ৭১২ জন রোগীকে ঔষধ প্রদান করাসহ ছানি রোগীদের ০১ ডিসেম্বর মরিয়ম চক্ষু হাসপাতাল নিয়ে অপারেশন করা হবে। এ চক্ষু শিবিরটি প্রয়াত ফারাজ আয়াজ হোসেন এর স্বরণে আয়োজন করা হয়েছিল। ফারাজ হোসেনের স্মরণে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইন্ফান্টস ইন্টারনেশনাল (DCI) ও রাইটস এ্যান্ড সাইট ফর চিলড্রেন (RSC) এর আয়োজনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সৈয়দপুর মরিয়ম চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ টিম অবিরামভাবে এ সেবা প্রদান করেছে। চিকিৎসা নিতে আসা সকলের মাঝে ফারাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাক্স বিতরণ করেছে।এছাড়াও বিনামূল্যে চশমা,ঔষধ,মাস্ক ও চোখের সানি অপারেশনের ব্যবস্থা করেছে। শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে চক্ষু ক্যাম্পটি উদ্বোধন করেন শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রাণজিত কুমার পলাশ। এসময় উপস্থিত ছিলেন ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষে জনাব তাহ্মিদ ইবনে মাজহার এবং রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আর এস সি) পক্ষে কমিউনিকেশন অফিসার হুমায়ন কবীর রোহান,আরএসসি'র এরিয়া ম্যানেজার গোলাম কিবরিয়া,লোকাল কমিটির আমিনুর রহমান,মশফিকুর রহমান,জান্নাতুল ফেরদাউস মানিক,আতিয়ার রহমান,আব্দুল হামিদ ও ইউপি সদস্য আসাদুজামান আসাদ সহ ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ ও মান্যগণ্যব্যক্তিবর্গ প্রমূখ। ডিসিআই এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, “ফারাজের স্বরণে চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য,হতভাগ্য-সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফেরানো এবং তাদের মাঝে নতুন ভাবে আশা জাগানো। আমরা অন্ধত্ব দূর করে দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে সেবা প্রদানের জন্য বদ্ধ পরিকর”।

Post a Comment

0 Comments