বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালিত

 


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা লুবনা আক্তার সরকার, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (কালব) এর সাবেক ডিরেক্টর স্বাধীন চৌধুরী, প্রাইম সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটির ম্যানেজার ওয়াহেদুজ্জামান বাবুল, আলোকিত সমবায় সমিতির সেক্রেটারি হুমায়ুন কবীর বাদশা প্রমুখ। সভা পরিচালনা করেন অভিনন্দন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পরিচালক কাঞ্চন রায়। এসময় প্রধান অতিথি সমবায় সমিতিগুলোতে সদস্যদের গণতান্ত্রিক অংশগ্রহণ, আর্থিক অংশগ্রহনের আহবান জানান। এছাড়াও তিনি উপজেলার আশ্রয়ন প্রকল্পগুলোতে সমবায়ী কার্যক্রম পরিচালনা করার কথা বলেন। শেষে সমবায়ে বিশেষ অবদানের জন্য উপজেলার ৩টি সমবায় সমিতিকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।  উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সভায় উপজেলার সকল সমবায় সমিতির প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। 

Post a Comment

0 Comments