বিজ্ঞাপন দিন

জলঢাকায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে চাউল বিক্রি



জাহিনুর ইসলাম (জীবন)জলঢাকা, নীলফামারী প্রতিনিধি"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ " এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে চাউল বিক্রি উদ্বোধন করলেন ডিলার সুনিল চন্দ্র রায়।

জানা গেছে, গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত  শিমুলবাড়ী ইউনিয়নের ডিয়াবাড়ী বাজারে খাদ্য বান্ধব কর্মসূচীর  আওতায় পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্প মূূল্যে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল সুষ্ঠ ভাবে বিক্রি করছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন শিমুলবাড়ী ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও ডিলার সুনিল চন্দ্র রায়, শিমুলবাড়ী ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী যুবলীগ আহবায়ক ও শিক্ষক শাহীন আলম, সদস্য যুবলীগ ওয়ার্ড শাখা, দীনবন্ধু রায়, মোশারফ হোসেন, হরিকিশোর রায় প্রমুখ। ডিলার সুনিল চন্দ্র রায় বলেন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আমি হতদরিদ্রদের জন্য স্বল্প মূল্যে ১০টাকা কেজি দরে চাউল বিক্রির জন্য অপেক্ষা করি। যেন সাধারণ হতদরিদ্রের জন্য কোন অসুবিধা না হয়। চাউল পেয়ে তারা যেমন খুশি তেমনি সঠিক সময়ে চাউল বিক্রি করে আমিও আনন্দ পাই, তিনি  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়ষী প্রশংসা করে বলেন সরকার গরীব ও হতদরিদ্রদের জন্য ১০টাকা কেজি দরে ৩০কেজি চাউল দিচ্ছে। স্বল্প মূল্যে এ চাউল পেয়ে হতদরিদ্ররা যেমন আনন্দ পায় তেমনি এ আনন্দের অংশীদার সরকার।


Post a Comment

0 Comments