বিজ্ঞাপন দিন

নীলফামারীতে শ্রীশ্রী নবগয়াধাম পরিদর্শন করেন ট্রাস্টি ববিতা রাণী সরকার



আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃসনাতনী ভারতবর্ষের ধর্ম ও ইতিহাসের প্রানপুরুষ লীলা পুরুষোত্তম আনন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের মহারাসোৎসব অনুুুষ্ঠিত হলো নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বাহাগিলি শ্রী শ্রী নবগয়াধাম মন্দিরে।   

বহুল আলোচিত শ্রী শ্রী নবগয়াধামে দেশের বিভিন্ন জেলা থেকে সনাতনী হিন্দু গোষ্ঠীর লোকজনের আগমন ঘটে।        

আজ রোববার(২৯ নভেম্বর) সন্ধায় উপজেলাধীন দক্ষিণ বাহাগিলি চাড়ালকাটা নদীর তীরবর্তী এলাকায় এ মহারাসোৎসব

উপলক্ষে নবগয়াধাম মন্দির পরিদর্শন করেন    

 নীলফামারী, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি ববিতা রানী সরকার।


নবগয়াধামের সভাপতি জ্যোতি বিনোদ রায়ের সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কিশোরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ফণিভূষণ মজুমদারের তত্ত্বাবধানে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল বারী পাইলট, থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ও ট্রাস্টির ব্যক্তিগত সহকারী বকুল সরকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments