বিজ্ঞাপন দিন

জলঢাকায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি পুনর্বাসন ও প্রনোদনা কর্মসুচির আওতায় রবি/২০২০-২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরিষা, মনুর, খেসারী, সুর্যমূখী, গম, মুগ পেয়াজ, টমেটো, মরিচ, ভূট্রা ও বোরো ফসলের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনিরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহ মোঃ মাহফুজুল হক। এসময় তিনি বলেন, এবারে রবি মৌসুমে উপজেলার ৪ হাজার ৫ শত কৃষকের মাঝে ঐ প্রকল্পের আওতায় বীজ ও সার বিতরণ করা হবে। প্রথম দফায় ৩ শত কৃষকের মাঝে ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি করে সার বিতরন করা হয়। উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন।                                                                  

Post a Comment

0 Comments