বিজ্ঞাপন দিন

জলঢাকায় চুরি রোধে ওসি’র ব্যতিক্রমী উদ্দ্যোগ



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় পৌরশহরের বিভিন্ন বাজারে কর্মরত নৈশ প্রহরীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে থানা চত্বরে নৈশ প্রহরীদের হাতে এসব পোষাক তুলে দেন থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জলঢাকা বণিক সমিতির সভাপতি ও সাবেক পৌর মেয়র,উপজেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক ইলিয়াস হোসেন বাবলু,প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনিসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন। জানা যায়, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের উদ্যোগে ও জলঢাকা বণিক সমিতির অর্থায়নে পৌর শহরের ২২ জন নৈশ প্রহরীকে এসব পোশাক বিতারণ করা হয়। বিতরণ কালে ইলিয়াস হোসেন বাবলু বলেন,পৌর শহরের বিভিন্ন মার্কেটে বা বাজারে কর্মরত নৈশ প্রহরীগন দীর্ঘদিন ধরে তাঁদের পোষাক দাবী করে আসছিলো। তাদের এই দাবী পুরন করতে পেরে আমি আজ খুবেই খুশি। এ ব্যপারে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন,পৌরশহরে চুরি রোধকল্পে ও পুলিশের টহল দলকে সহয়তা করতে নৈশ প্রহরীদের চিনতে এই পোষাক বিশেষ ভুমিকা পালন করবে।


Post a Comment

0 Comments