বিজ্ঞাপন দিন

ডোমারে নতুন শার্ট না পাওয়ার অভিমানে, মায়ের ওড়নায় ফাঁস দিলেন ৪র্থ শ্রেণির স্কুল ছাত্র

রতন কুমার রায়, নীলফামারী প্রতিনিধি: নতুন শার্ট কেনার জন্য মার্কেটে যাওয়ার বায়না পূরণ না করার অভিমানে নীলফামারীর ডোমারে ৪র্থ শ্রেণির এক স্কুল ছাত্র নিজ শয়ন ঘরে মায়ের ওড়নায় ফাঁস টাঙ্গিয়ে আত্মহত্যা করেছে। জানাযায়, উপজেলার দক্ষিণ চিকনমাটি খামাতপাড়া এলাকার জাহিনুর রহমানের ছেলে মো. রিমন ইসলাম (০৯) স্থানীয় ব্রাক স্কুলের ৪র্থ শ্রেণিতে পড়ালেখা করত। সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে নতুন শার্ট কেনার জন্য বাবা কাছে মার্কেটে যাওয়ার বায়না ধরে। হাতে টাকা না থাকায় ছেলের আবদারে রাজি না হওয়ায় মন খারাপ করে রিমন। ওইদিন বিকাল সাড়ে চারটার দিকে রিমনের মা শয়ন করে দরজা বন্ধ দেখে ছেলেকে ডাকাডাকি করে কোন সাড়া না পাওয়ায় চিৎকার করলে রিমনের বাবাসহ প্রতিবেশিরা ছুটে আসে। পরে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখতে পান ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে সে। স্থানীয়দের সহযোগীতায় ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের কোন দাবী না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Post a Comment

0 Comments