বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক ও ধর্ম ব্যবসায়ী কর্তৃক কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে ফাউন্ডেশনের ডালিয়া রোড ব্যালতলার কার্যলয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জিরোপয়েন্ট মোড়ের প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর এবং ফাউন্ডেশের চেয়ারম্যান ব্যারিস্টার তুরিন আফরোজ তার বক্তব্যে বলেন, মানবতার মা জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশের মানুষ আজ ভাল আছে। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে স্বরযন্র চলছে, তা প্রতিহত করতে একাত্তরের কান্ডারী বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর সৈনিকরা প্রস্তত আছে এবং থাকবে। ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হকের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রঞ্জিত কুমার রায়, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক রতন কুমার রায়, চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামাণিক প্রমুখ। প্রতিবাদ সমাবেশে ময়নুলদের অবান অবাঞ্চিত ঘোষণা করে ঘটনার সাথে জড়িত ও উস্কানিদাতাদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবী জানান বক্তারা।

Post a Comment

0 Comments