বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের জন্য নির্মাণ করা হচ্ছে ঘর



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃআশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার "মুজিব শতবর্ষ উপলক্ষে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুর্নবাসনের লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১৪১টি পরিবারের জন্য সরকারি খাস জমিতে নির্মাণ করা হচ্ছে ঘর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের বাস্তবায়নে দ্রুতগতিতে এগিয়ে চলছে গৃহহীনদের জন্য বরাদ্দকৃত এসব ঘরের নির্মাণ কাজ। শনিবার দুপুরে সরেজমিনে গেলে সুবিধাভোগী ও এলাকাবাসী সরকারের প্রশংসা করে জানান, আমাদের ঘরবাড়ি নাই। মানুষের জমিতে আশ্রিত ছিলাম, কখনো ভাবিনি পাকা ঘরে থাকবো। বাবা জন্ম দিয়ে যা দিতে পারেনি তা এই সরকার করেছে। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই।

এবিষয়ে কথা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সাথে কথা হলে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রী 

অসহায় গৃহহীন মানুষের কথা চিন্তা করে তাদের পুর্নবাসনের জন্য যে ঘর বরাদ্দ দিয়েছেন সেই কাজগুলো নিয়মিত মনিটরিং করছি।  

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর উপজেলার গোলনায় এসব ঘর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, ইউপি চেয়ারম্যান কমরুল আলম কবীর সহ স্থানীয় 

রাজনৈতিক নেতৃবৃন্দরা।

Post a Comment

0 Comments