বিজ্ঞাপন দিন

জলঢাকায় ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন



রাশেদুজ্জামান সুমন, জলঢাকা, নীলফামারী প্রতিনিধি :মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে,একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জলঢাকা উপজেলা শাখার আহ্বানে একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ঘাদানিকের উপজেলার শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা,শিক্ষাবিদ আবদুল গাফফারের সভাপতিত্বে মঙ্গলবার সকালে  কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশটিতে বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আফরোজা  আক্তার রোজী , উপজেলা  মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম,  সমাজ সেবক  হাজী পিজিরুল আলম দুলাল,প্রভাষক সাখওয়াত হোসেন,সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায়,প্রভাষক কবি নূরনবী রহমান,শিক্ষক আতাউর রহমান,  সিরাজুল ইসলাম,শিক্ষক মাহফুজা আক্তার, শিল্পী আক্তার ও বিনোদন রায় সহ প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক জোট  উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক অবিনাশ রায় তার বক্তব্যে সৈয়দ শামসুল হকের লেখা অমোঘ কবিতাটির কয়েকটি লাইন  উচ্চারণ  করেন, "এই ইতিহাস ভুলে যাবো আজ,আমি কি তেমন সন্তান?/যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান;/তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি-/চোখে নীলাকাশ,বুকে বিশ্বাস পায়ে উর্বর পলি।" সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা,শিক্ষাবিদ আবদুল গাফফার বলেন যে,"আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সত্যিকারের বাস্তবায়ন করতে চাইলে,সকলকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে।" ধৃষ্টতা প্রদর্শনকারীদের বিরুদ্ধে  ঘাদানিকের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে, মামলার প্রক্রিয়া চলছে,তিনি সেই বিষয়টি তুলে ধরেন। সকল বক্তা ধৃষ্টতা প্রদর্শনকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শতাধিক বিভিন্ন পেশা জীবি মানুষের উপস্থিতিতে উক্ত সমাবেশটি সঞ্চালনা করেন,শত ফুল ফুঁটতে দাও সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মালেক।  



Post a Comment

0 Comments