বিজ্ঞাপন দিন

নীলফামারীর কিশোরগঞ্জে বড়দিন উদযাপন

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন আজ। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট এই দিনে প্যালেস্টাইনের পশ্চিম তীরে বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন: সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার জন্যই যিশু জন্ম নিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ফুলগসপেস চার্চ অব গড উপাসনালনে আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে ফুলগসপেস চার্চ অব গড উপাসনালনে কেক কাটার মধ্য দিয়ে বড়দিন পালনের সূচনা করেন উপাসকরা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, ফুলগসপেস চার্চ অব গড এর এরিয়া পালক জন নিবাস, সহকারী পালক মহেশ্বর মাল্যবান সহ খ্রিস্টধর্মাবলম্বীরা। পালক জন নিবাস বলেন, এই উৎসব সারা বিশ্বব্যাপী আনন্দ প্রহর বয়ে আনবে এবং মহামারী করোন ভাইরাস থেকে সকলের রক্ষার জন্য তারা প্রভুর কাছে প্রার্থনা করবেন।অনুষ্ঠানটির সূচনা লগ্নে সকলের মাঝে মাক্স বিতরন করা হয়।

Post a Comment

0 Comments