বিজ্ঞাপন দিন

জলঢাকাুয় ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিজয় মাসে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় উপজেলার বালাগ্রাম ইউনিয়নের আলোর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি আন্তর্জাতিক যুদ্ধপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তুরিন আফরোজ বলেছেন, নতুন প্রজন্মকে জানতে হবে ৭১ এর ইতিহাসের কথা। ততকালীন সময়ে দেশের রাজাকার আলবদরেরা আমাদের মা বোনদের ধরে নিয়ে গিয়ে পাকিস্তানের পাকসেনাদের হাতে তুলে দিয়েছিল। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ, সেকথা ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোন আপোষ হবেনা। বঙ্গবন্ধু মানেই একটি সোনার বাংলাদেশ। চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিপন, যুবলীগ নেতা ও সমাজসেবক বুলবুল আলম, সনাতন সম্প্রীতি সংঘের সভাপতি রঞ্জিত কুমার রায়, শিক্ষক সংঘের সভাপতি অনিল কুমার রায় সাধারণ সম্পাদক ছপিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সহ সভাপতি মাহমুদুল ইসলাম লিটু ও চেতনায় মুক্তিযুদ্ধ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামাণিক প্রমুখ। পরে স্থানীয় ও রংপুর বেতারের শিল্পীদের পরিবেশায় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়। এর আগে ওই মঞ্চে ব্যারিস্টার তুরিন আফরোজের একমাত্র কন্যা তেজস্বী প্রিয়া তুরিন ( সুমেধা)'র জন্মদিন পালন করা হয়েছে।

Post a Comment

0 Comments