বিজ্ঞাপন দিন

জলঢাকায় সরকারী জি আর এর চাউল বরাদ্দ নেওয়ার জন্য ভূয়া চার্চের ছড়াছড়ি

জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা(নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সরকারী জি আর এর চাউল বরাদ্দ নেওয়ার জন্য ভূূয়া চার্চের ছড়াছড়ির সংবাদ পাওয়া গেছে।জানাগেছে,প্রতি বছরের ন্যায় এবারও খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন উৎসব উপলক্ষ্যে প্রতি বছরে প্রতিটি গীর্জার জন্য যে বরাদ্দ দেওয়া হয় এবারে এর চিত্র পুরো ভিন্ন। পৌর সভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নে গীর্জা - চার্চের সংখ্যা সল্প মাত্র হলেও এবাারে বরাদ্দের জন্য উপজেলা ত্রান বাস্তবায়ন কর্মকর্তার অফিস কার্যালয়ে দরখাস্ত পড়েছে ২৭টি বলে জানাযায়। পৌর সভাসহ উপজেলার ১১টি ইউনিয়নে ঘুরে দেখা গেছে,উল্লেখ্য যোগ্য, গীর্জা-চার্চ হলো,পৌর সভার চেরেঙ্গা বটতলী এলাকার গ্রেস এন্ড ট্রুথ চার্চ,গোলনা ইউনিয়ন এর ফেইথ বাইবেল চার্চ, চেরেঙ্গা নিউলাইফ খ্রীষ্টিয়ান ফেলশিফ অব বাংলাদেশ,বালাাগ্রাম ইউনিয়নের প্রারাক্লিত চার্চ গীর্জা, শৌলমারী ইউনিয়নে বাংলাদেশ শালোম চার্চ, আমরুল বাড়ি নিউলাইফ চার্চ, ফেতবাইবেল চার্চ বগুলা গাড়ি জেলে পাড়া, মীরগঞ্জ ইভান জেলিক্যাল ফ্রেন্ড চার্চ, মীরগঞ্জ নিচপাাড়া ফেইথ বাইবেল চার্চ, পশ্চিম শিমুলবাড়ি রোমান ক্যাথোলিক গীর্জা, চার্চ অব গর্ড গীর্জা শিমুল বাড়ি, ফেইথ বাইবেল চার্চ শিমুলবাাড়ি, ক্যাথলিক চার্চ শিমুলবাড়ি, ফতেপাড়া খলান গ্রেস এন্ড ট্রুথ চার্চ, কাঠালী টালিথা কুমি চার্চ,কৈমাারী ইউনিয়নের কাচারী এলাকায় আব্দুস ছামাদের একটি ওমেগা চার্চ (গীর্জা)থাকলেও তালিকা ভূক্ত হয়নি বলে জানাযায়।অন্যদিকে বাকী চার্চ বা গীর্জার কোন অস্তিত্ব পাওয়া যায়নি । তবে অস্তিত্ব মিলিছে শুধু খ্রীষ্টান সম্প্রদায়ের বিভিন্ন স্কুলের।

Post a Comment

0 Comments