বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, সাবান ও ডিভাইস বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দুস্ত অসহায় পরিবারের গর্ভবতী এবং প্রসুতি নারী ও শিশুদের মাঝে মাস্ক, হাতধোয়ার সাবান ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর সহায়তায় ১ শত ৮৭ টি পরিবারের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড ওয়াশিং ডিভাইস বিতরন করেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও মনোয়ারা বেগম। এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর প্রোগ্রাম ম্যানেজার ফ্রান্সিস হাজর, উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান বসুনিয়া (রাশেল), বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার সম্পাদক ও চেঞ্চ মেকার মর্তুজা ইসলাম, ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক প্রমুখ। এদিকে গোলনা ইউনিয়নে ১শত ৭৫, কাঠালী ইউনিয়নে ১শত ৬০, ডাউয়াবাড়ী ইউনিয়নে ১ শত ৩০ পরিবারের মাঝে এসব উপকরণ বিতরন করা হয়। ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাসেল বসুনিয়া জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৩ শত পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হবে। প্রথম পর্যায় আজ মঙ্গলবার ২হাজার পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হয়।

Post a Comment

0 Comments