বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৬ষ্ঠ শ্রেনীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই অনলাইন লটারির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক আমিনুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বেগম। প্রধান শিক্ষক আমিনুর রহমান জানান, ৬ষ্ঠ শ্রেনীতে ২০২১ সালে ভর্তি হওয়ার জন্য আবেদন সংগ্রহ করে ৫শত ৮০ জন। এর মধ্যে ১ শত ৮০ জনকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়। এছাড়াও ২১ জনকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে। ভর্তির শেষ তারিখ ১৮ জানুয়ারী।

Post a Comment

0 Comments