বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহপ্রদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা



মোঃ জাহিনুর ইসলাম জীবন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় মুজিববর্ষ উপলক্ষ্যে  ১৯১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ২৩শে জানুয়ারী শনিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয় গণভবন থেকে বিভিন্ন জেলা উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে সংশ্লীষ্ট কর্মকর্তাদের ঘর ও দলিল হস্তান্তরের নির্দেশ দেন। এরই অংশ হিসাবে শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী -৩ আসনের জাতীয় সংসদ সদস্য (অবঃ) মেজর রানা মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মোঃ ইশতিয়াক ভুঁইয়া, তদন্ত ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, ত্রান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মইনুল হক, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ এ এইচ এম রেজওয়ানুল কবীর, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, সমাজ সেবা অফিস মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তহমিদার রহমান মিলনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মুজিবর্বষ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীন পরিবারদের জন্য সারা বাংলাদেশে ৬৯ হাজার ৯শত ৪টি আশ্রয়হীন পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহন করেছেন। আমাদের উপজেলায় ৬ টি ইউনিয়নের ১৯১ টি পরিবারকে ২ শতাংশ জমির দলিল পত্রাদি দিয়ে বাংলাদেশে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ জন্য জলঢাকা বাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনা সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। উল্লেখ্য উপজেলার  ধর্মপাল ইউনিয়নে ১২ টি, গোলনায় ইউনিয়নে ২৭, শিমুলবাড়ি ইউনিয়নে ২০টি,মীরগঞ্জ ইউনিয়নে ২৬টি, কৈমারী ইউনিয়নে ৪১টি, শৌলমারী ইউনিয়নে ১৫টিসহ গড় ধর্মপালের আশ্রয় ব্যারাকে ৫০ টি নির্মান করা হয়।


Post a Comment

0 Comments