বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভায় মেয়র নির্বাচিত ইলিয়াস হোসেন বাবলু



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ২য়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী  ইলিয়াস হোসেন বাবলু। নারিকেল গাছ  প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১৪ হাজার ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী     পেয়েছেন ১০ হাজার ৬০৮ ভোট।এছাড়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোহসিন আলী মাস্টার নৌকা প্রতীকে ৭৬৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।শনিবার (৩০ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম   বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন। এর আগে, ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসরমুখর-শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।জলঢাকা  পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে ১০০ বুথে ৩৩ হাজার ৭ শত ৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে । এরমধ্যে ১৬ হাজার ৯ শত ২১ জন পুরুষ ও ১৬ হাজার ৭ শত ১৩ জন নারী ভোটার।এ ছাড়াও  স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জিয়া চৌধুরী জগ প্রতিক নিয়ে ৫৮৫, জাপার প্রার্থী আফরোজা পারভীন লাঙ্গল প্রতীক ৪২, স্বতন্ত্র প্রার্থী সাবিনা আকতার মোবাইল ফোন প্রতীক নিয়ে ১২২ ভোট পেয়েছেন।

Post a Comment

0 Comments