বিজ্ঞাপন দিন

জলঢাকায় “আলোর কণা" এর উদ্যোগে শতাধিক অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় স্বেচ্ছাসেবী সংগঠন   “আলোর কণা" এর উদ্যোগে শতাধিক অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে আলোর কণা ফ্রি পাঠদান কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে আলোর কণা সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ফুরাত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও শিক্ষা অফিসার নুর মুহাম্মাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা পৌর আওয়ামী যুবলীগ সাবেক সভাপতি সাইফুর রহমান পিকু,বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম,হাসানুর রহমান,ফুয়াদ আরেফিন,এম এস মানিক প্রামাণিক,জাহিদ হাসান সহ আলোর কণা ফ্রি পাঠদান কেন্দ্রের ম্যানিজিং কমিটির সদস্যবৃন্দ প্রমূখ। আলোর কণা ও সাধারণ মানুষের সহযোগিতায় কেনা শীতবস্ত্র(কম্বল) অসহায়দের মধ্যে বিতরণ করেছে। এভাবেই সংগঠনটি বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড করে থাকে। শিক্ষা,স্বাস্থ্য ও সমাজ সচেতনতামুলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আলোর কণা বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হিসেবে সর্বদা কাজ করে যাচ্ছে। 

Post a Comment

0 Comments