বিজ্ঞাপন দিন

জলঢাকায় ল্যাম্ব-প্লান শো প্রকল্পের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দুস্ত অসহায় পরিবারের গর্ভবতী এবং প্রসুতি নারী ও শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। আজ সোমবার (২৫ জানুয়ারী) সকালে উপজেলার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর সহায়তায় ১ শত ১০ টি পরিবারের মাঝে হ্যান্ড ওয়াশিং ডিভাইস, সাবান ও মাস্ক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সিস হাজং, উপজেলা স্কাউটস এর সম্পাদক ও ল্যাম্ব প্লান শো প্রকল্পের চেঞ্জ মেকার মর্তুজা ইসলাম, এসআই বিল্লাহ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর স্পন্সর কো-অর্ডিনেটর লিয়াকত হোসেন, ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাউফুর রহমান বসুনিয়া (রাশেল), মনিটরিং অফিসার অমর দাস, ইউনিয়ন ফিল্ড কো-অর্ডিনেটর একরামুল হক ও চেঞ্জ মেকার মাজেদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান উপস্থিত উপকারভোগীদের নিয়মিত মাস্ক ও হাত ধোয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এর উপজেলা টেকনিক্যাল কো-অর্ডিনেটর রাসেল বসুনিয়া জানান, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৩ হাজার ৩ শত পরিবারের মাঝে এসব উপকরণ সামগ্রী বিতরন করা হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ল্যাম্ব প্লান শো প্রকল্প ২ এসব হাতধোয়ার উপকরণ সামগ্রী বিতরন করেন।

Post a Comment

0 Comments