বিজ্ঞাপন দিন

জলঢাকায় দিনব্যাপী স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা করার লক্ষে দিনব্যাপী ৪৭৬, ৪৭৭ ও ৪৭৮ তম ৩ ব্যাচে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে ৩ ব্যাচ ওরিয়েন্টেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন ও উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম। কোর্স ৩ টি পরিচালনা করেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার মাহবুবুল আলম প্রমানিক এলটি, মজিবর রহমান এলটি, কোহিনূর ইসলাম এলটি, বিনয় কুমার রায় এলটি, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সম্পাদক আবু সাঈদ, প্রভাত চন্দ্র কর্মকার এএলটি, আবু রায়হান শেখ এএলটি, সৈয়দ গোলাম ফারুক এএলটি, গোলাম কিবরিয়া সিএলটি, খলিলুর রহমান সিএলটি, রমানাথ রায় উডব্যাজার, তানিয়া পারভীন উডব্যাজার ও রোকসানা পারভীন উডব্যাজার। এসময় প্রধান অতিথি বলেন, প্রতিটি উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা করার লক্ষে বর্তমান সরকার কাজ করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার সকল স্কুল মাদরাসায় ইউনিট লিডার তৈরী করতে এই ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ স্কাউট, জলঢাকা উপজেলার আয়োজনে ওরিয়েন্টেশনে ১ শত ৫০ জন শিক্ষক অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments