বিজ্ঞাপন দিন

জলঢাকায় কাজিরহাট মাদরাসার একাডেমিক ভবন নির্মান কাজের উদ্বোধন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার কাজিরহাট পন্থাপাড়া আদর্শ আলিম মাদরাসার ৪ তলা ভীত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মান কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার কাজিরহাট পন্থাপাড়া মাদরাসা প্রাঙ্গনে এই ভবন নির্মান কাজের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,        নবনির্বাচিত মেয়র ইলিয়াস হোসেন বাবলু, মাদরাসার সভাপতি অধ্যাপক (অবঃ) এবিএম নোমান, কেন্দ্রীয়  জাতীয় পাটির সদস্য ছাইদার রহমান বুলু, জাপার সাবেক উপজেলা সভাপতি দবির হুদা, উপজেলা জাতিয়পাটির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, পৌর জাতিয়পাটির সভাপতি আব্দুল গফুর, মাদরাসার ভাইসপ্রিন্সিপাল হেমায়েত আলম, আ'লীগ নেতা এমদাদুল হক,   জাপা নেতা বাবলুর রহমান, তাহমিদুর রহমান মিলন ও এমপির পিএস আনাম। এসময় এমপি বলেন, কাজের জন্য ডিও লেটার নিতে আমার কাছে টাকা পয়সা লাগেনা, আপনারা সঠিক কাজের জন্য ডিও চাবেন পেয়ে যাবেন। এছাড়াও তিনি আরো বলেন সরকারের উন্নয়নমূলক সকল কাজ বিনা অর্থে আপনারা বরাদ্দ পাবেন এজন্য কাউকে ঘুষ দেওয়া লাগবেনা। ৮৫ কোটি টাকা ব্যয়ে শিক্ষা ফ্যাসিলিটিজ অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে। এর আগে তিনি মৌলবীর বাজারে একটি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।   

Post a Comment

0 Comments