বিজ্ঞাপন দিন

নীলফামারীতে সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডিপ্লোমা নার্সিং ছাত্র-ছাত্রীদে বিক্ষোভ ও মানববন্ধন

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ কারিগরী শিক্ষা বোর্ডের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের স্টুডেন্টদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ করেছে নীলফামারী ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস অ্যাসোসিয়েশন নার্সিং ইনস্টিটিউট এর নার্সিং ছাত্র/ছাত্রীরা। বুধবার বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নার্সিং কাউন্সিল থেকে নার্সিং লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত বাতিল ও ফ্যামিলি ওয়েলফেয়ার ডিজিটরদেও ডিপ্লোমা ইন মিডওয়াইফ সমমান সম্মাননা দেয়ার প্রতিবাদে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে নার্সিং ছাত্র/ছাত্রীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান শেষে নীলফামারী পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে নীলফামারী জেনারেল হাসপাতালের মুল ফটকে সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে বিক্ষোভ করে ।

Post a Comment

0 Comments