বিজ্ঞাপন দিন

জলঢাকায় করোনা টিকা প্রদানের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে নীলফামারীর জলঢাকা উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে ডাঃ মেজবাহুর রহমানের দেহে প্রথম করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রদান করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর টিকা গ্রহন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, ওসি তদন্ত ফজলুর রহমান ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহ মোঃ মাহফুজুল হক। এরপর পর্যায়ক্রমে ৩০ জন টিকা গ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, ভাইসচেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর, অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। টিকা গ্রহণের প্রায় ১ ঘন্টা পর টিকাগ্রহনকারী জলঢাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান, টিকা নেয়ার পর তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। তিনি আরো বলেন এখন পর্যন্ত কোন সমস্যা দেখা দেয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় ১ম পর্যায়ে ১৫ ক্যাটাগরির মানুষের মধ্যে ১১ হাজার ১৪০ ডোস টিকা প্রদান করা হবে।

Post a Comment

0 Comments