বিজ্ঞাপন দিন

"আমাদের খোকা" লেখক কবি: মোঃ আব্দুল্লাহ আল মামুন

 


"আমাদের খোকা"

লেখক কবি: মোঃ আব্দুল্লাহ আল মামুন


বসন্তে সূর্যের আলোর মতই উদ্ভাসিত হয়ে 

তিনি এলেন, কে এলেন ?

আমাদের খোকা।

খোকা থেকে বাংলার মহানায়ক,

যার হাতে লেখা হয় একটা স্বাধীন ভূখণ্ডের ।

যার কথা লেখা হয় কবিতায় কবিতায়,

আমি তার গল্প বলছি ,১৭ কোটি বাঙ্গলীর বীরের।

জীবন কেটেছে, সীমাহীন ত্যাগে বাঙালির স্বাধীনতায়, 

আমি তার গল্প বলছি, 

প্রজ্ঞা যে স্বপ্নে বুনে।

স্বাধীনতার সংগ্রাম তার নেশা,

আন্দোলন মানেই কারাবাস।

মনে তার সংকল্প, চোখেঁ দাহনের জ্বালা,

তিনি স্বপ্নের ফেরিওয়ালা।

মুজিব নগর থেকে রেসকোর্স,

ষড়যন্ত্রে মামলায় বহুবার কারাবরণ।

তিনি দিপ্তময়, সেই নেতা, সেই পিতা, সেই মহানায়ক, 

যার কন্ঠে কেঁপে ছিল, শাষক গোষ্ঠি ।

যার কন্ঠে পঠিত হয়, পরাধীনতার শিকল ভাঙার মন্ত্র।

“এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”

আমি সেই বীরের কথা বলছি তোমরা যাকে

স্ব-পরিবারে হত্যা করেছিলে। 

বিদায় জানিয়ে ছিলে লাল সবুজের পতাকায়,

একটু ভেবে দেখো র্দীঘ শ্বাস নিয়ে।

তোমাদের নেই কোন গ্লানী, নেই কোন কৃতজ্ঞতার ছাপ।

হে বীর তুমি ক্ষমা করো,

আমাদের মুক্তি দাও।

তুমি বেঁচে আছো বাংলার হৃদয়ে হৃদয়ে,

মিছিলে মিছিলে, শ্লোগানে শ্লোগানে।

পদ্মায়, মেঘনায়, যমুনা শীতলক্ষ্যায়

সুন্দরবনের ম্যানগ্রোভ হয়ে, নীলগীরির পাহারের চুড়ায়।

তুমি বেঁচে আছো হে মহান 

জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

Post a Comment

0 Comments