মর্তুজা ইসলাম , জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় এক অগ্নিকান্ডের ঘটনায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুর দরগা বাসস্ট্যান্ডের মসজিদ মার্কেটে। আগুনে পুড়ে যাওয়া প্রতক্ষদর্শী হরিপদ রায় ও জাহাঙ্গীর আলম জানায়, জাকারিয়ার দোকান হতে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটলে ফায়ার সার্ভিস আসার আগে মুহুর্তের মধ্যে ২টি দোকানের মালামাল সহ সবকিছুই পুড়ে যায়। পরে ডোমার, ডিমলা ও জলঢাকা ৩ টি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুনে নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে জলঢাকা ফায়ার সার্ভিসের ইনচার্জ রিফাত আল মামুন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত দোকানদাররা হলেন, জাকারিয়ার, জাহিনুর, জাহাঙ্গীর, হামিদুল ও শাহানুর।
0 Comments