বিজ্ঞাপন দিন

জলঢাকা থানা পুলিশের ফুলেল শুভেচ্ছা পেলেন মুখে মাস্ক পড়া ব্যক্তিরা

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি হওয়ায় বাংলাদেশ পুলিশের নির্দেশে জনসচেতনামূলক কার্যক্রম পরিচালনা করেছেন নীলফামারীর জলঢাকা থানা পুলিশ। এ উপলক্ষে রোববার দুপুরে স্থানীয় জিরো পয়েন্টমোড়ে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে মুখে মাস্কবিহীন পথচারি ও সাধারণ মানুষদের মাঝে মাস্ক বিতরণ,মাস্ক ব্যবহার করা ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা ও করোনা ভাইরাসে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনামূলক প্রচারণা চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু রেজওয়ানুল কবীর,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল,ওসি (তদন্ত) ফজলুল হক,জলঢাকা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুল ইসলাম, এস.আই ওসমান গনী,এস.আই এ.বি.এম মোক্তাদের বিল্লাহ,এ.এস.আই মেজবাহুর রহমান মেজবাসহ স্থানীয় সাংবাদিকগণ। জনসচেতনামূলক প্রচরানায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলা,জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে বাহির না হওয়া,মুখে মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান,অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান।

Post a Comment

0 Comments