বিজ্ঞাপন দিন

সৈয়দপুর পৌরসভায় মেয়র পদে প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন বেবী

আব্দুল মালেক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সৈয়দপুর পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে এই প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছে, নৌকা মার্কার প্রার্থী রাফিকা আকতার জাহান বেবি। তিনি, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মেয়র ও মটর শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মরহুম আকতার হোসেন বাদলের স্ত্রী। প্রয়াত স্বামীর বিগত দিনের রাজনৈতিক সফলতা ও কয়েকমাসের দক্ষ মনবল এবং সাহসিকতায় তিনি সৈয়দপুর পৌরসভার প্রথম নারী মেয়র নির্বাচিত হলেন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমএর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ১৫টি ওয়ার্ডে ৪১টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯৩ হাজার ৮৯৩ জন। মোট ভোট পড়েছে শত করা ৫৬ শতাংশ। মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদদ্বিতা করেন। এর মধ্যে রাফিকা আকখতার জাহান বেবি নৌকা প্রতিক নিয়ে ২৮ হাজার ২৭৮ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হন। তার নিকটতম রশিদুল ইসলাম সরকার ধানের শীষ প্রতিক নিয়ে ১০ হাজার ৯৭৫ ভোট এবং জাতীয় পার্টির সিদ্দিকুল আলম পেয়েছেন লাঙ্গঁল প্রতিক নিয়ে ৯ হাজার ৬৩৩ ভোট পান। অন্যান্য প্রার্থী ইসলামি আন্দোলনের নূরুল হুদা হাত পাখা প্রতিকে পেয়েছে ১ হাজার ৮৪৩ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতিকে রবিউল আউয়াল রবি ১ হাজার ৮৯ ভোট পেয়েছেন। নীলফামারী জেলা মহিলা লীগের যুগ্ন সাধারন সম্পাদক রত্না সিনহা বলেন, এই প্রথম কয়েকটি পৌরসভায় নারীঢ মেয়র নির্বাচিত হয়েছে। আমরা স্বাগত জানাই আমাদের আওয়ামী মহিলালীগের সভাপতি ও সাধারন সম্পাদককে। কারন তাদের নেতৃত্বে আমরা নারী হয়ে নির্বাচনী প্রচার- প্রচারনায় দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছি। এবং জননেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীদের বিজয় নিচ্ছিত করতে সফলতা অর্জন করার চেষ্টা করছি।

Post a Comment

0 Comments