ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সকল থানার ন্যায় নীলফামারীর জলঢাকায় আনন্দ উদযাপন করেছে থানা পুলিশ। এ উপলক্ষে রোববার বিকেলে থানা চত্বরে আনন্দ উদযাপন অনুষ্ঠানে থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা পুলিশ সুপার এ.এস.এম মোক্তারুজ্জামান, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা,উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ প্রমুখ। এ সময় ইউনিয়ন আ.লীগের সভাপতি/সম্পাদক,ইউ’পি চেয়ারম্যান,পৌরসভার কাউন্সিলরবৃন্দ,থানার সকল কর্মকর্তা কর্মচারি,গ্রাম পুলিশ সদস্যসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য প্রদান করেন বক্তারা।
0 Comments