বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রভাব পড়েনি হেফাজতের ডাকা হরতালে

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব পড়েনি নীলফামারীর জলঢাকা উপজেলায়। স্বাভাবিক রয়েছে যান চলাচল খুলেছে সকল ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে হরতাল আহবানকারী হেফাজত ইসলামের নেতাকর্মীদের দেখা না গেলেও সরব ছিল উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার সকালে হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। তারা পৌরশহরের প্রধান প্রধান সড়ক বিক্ষোভ মিছিল করে জিরোপয়েন্ট মোড়ে পথসভায় অংশ নেয়। এসময় উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল, যুবলীগ নেতা রাজিব চৌধুরী, শাহান কবীর শাহিনুর, খাদেমুল ইসলাম, খাজা আনজির, নুর আলম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজম সরকার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাবু, ছাত্রলীগ নেতা মিঃ জ্যাক ও প্রান্তসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে জলঢাকা বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে সব রুটের যাত্রীবাহী বাস ও পরিবহন। এছাড়াও উপজেলায় ছোট-বড় সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখেছে মালিকপক্ষ। সব ধরনের ঝঁকি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Post a Comment

0 Comments