বিজ্ঞাপন দিন

কবিতা "অতিথি " জাহান আহমেদ



অতিথি. 


জাহান আহমেদ 


১৯-১২-২০১৯


হুট করে সোজাঁ উঠনে একদিন! 

ময়ুররাক্ষী মেয়ে, 

দিঘল কালো চুল, ডাগর ডাগর দুটি আখি পল্লব,পাখির মতো ঠোঁট দু'খানা 

যেন অনন্যা, অসূর্যম্পশ্যা, 

বিনা নিমন্ত্রণে এক কাপ চা-

বিমুগ্ধ এই ছায়ানীড়ে অপ্সরী তুমি! 

হুট করে এসে চুপ করে বসে জাগালে যে সুর,

অশ্রুত সে হারির কলরবে বিমোহিত এই নরকীয় অন্তঃপুর! 


তুমি নক্ষত্রের মতো উজ্জ্বল, প্রকৃতির মতো সুন্দর,

স্বপ্নের মতো রুপময়, তোমার চোখে তাকালেই যেন উন্মাদ, তন্ময়!


সেই সাথে ঘনঘটা মেঘের ভেলা হঠাৎ যেন এক পশলা বৃষ্টি,তুমি নক্ষত্রের মতো উজ্জ্বল, প্রকৃতির মতো সুন্দর,

স্বপ্নের মতো রুপময়, তোমার চোখে তাকালেই যেন উন্মাদ, তন্ময়!


সেই সাথে ঘনঘটা মেঘের ভেলা হঠাৎ যেন এক পশলা বৃষ্টি,

খোঁপা জুড়ে কদম গুচ্ছ, পরনে লাল টুকটুকে শাড়ি "

বৃষ্টিস্নাত আখিঁ পল্লবে যেন প্রেমের পিয়াস!

দু'দণ্ড শান্তিতে যেন জীবনের সব প্রাপ্তি! 


হুট করেই অব্যক্ত মেঘের আঁশ ফালন

ছায়া নেমেছে, আঁধার জমেছে,বৃষ্টির কলরবও  ইতি টেনেছে

সমস্ত আহ্লাদে মেতেছেন যে ক্ষাণিক পড়েই আকাশের বুক ছিঁড়ে 

নিরুদ্দেশ সে! 

আজকের অচেনা অতিথি

Post a Comment

0 Comments