বিজ্ঞাপন দিন

শিক্ষা অফিসারের মানবিকতায় ১০ দিন আগেই পিআরএল পেলেন প্রধান শিক্ষক

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মানবিকতায় কর্মজীবনের ১০ দিন আগেই পিআরএল মঞ্জুরির আদেশ হাতে পেলেন দীর্ঘ ৩৭ বছর ধরে শিক্ষকতা করে আসা মোখলেছুর রহমান নামে এক শিক্ষক। তিনি জলঢাকা উপজেলা টেংগনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়,মোখলেছুর রহমান ১৯৮৪ সালের ১৩ এপ্রিল প্রাথমিকে শিক্ষক হিসেবে যোগদান করেন এবং তার চাকরি জীবনের শেষ দিন হবে চলতি বছরের ২৩ এপ্রিল। চাকরির বয়সসীমা শেষ হওয়ায় চলতি মাসের ৮ তারিখে পিআরএর এ যাওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকারের নিকট আবেদন করেন ওই শিক্ষক। আবেদনের প্রেক্ষিকে মোখলেছুর রহমানের সকল কাগজপত্র যাচাই শেষে গত ১২ এপ্রিল পিআরএল মঞ্জুরির আদেশ জারি করেন এবং মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে টেংগনমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজেই এসে ওই শিক্ষকের হাতে পিআরএল মঞ্জুরির আদেশপত্র তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ সময় জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার রিজওয়ানুল হক, জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, সদর উপজেলার সহকারি শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এমন মানবিকতায় মুগ্ধ হয়ে ৩৭ বছর ধরে শিক্ষকতা করে আসা মোখলেছুর রহমান বলেন,‘‘এমন অফিসার আমি জীবনেও দেখি নাই। যেখানে পিআরএল এর জন্য অফিসের দ্বারে-দ্বারে ঘুরতে হয় সেখানে উনি আবেদনের ৩ কার্যদিবসের মধ্যে আমার বিদ্যালয়ে নিজে এসে আামার হাতে ফুলেল শুভেচ্ছাসহ পিআরএল মঞ্জুরির আদেশপত্র দিয়ে গেলেন। তাই আমি বলবো তিনি একজন মানবিক অফিসার।’’ এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার বলেন,‘‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ওই শিক্ষকের আবেদন মঞ্জুরি করা হয়েছে, যাতে উনি চাকরি শেষে কোন প্রকার হয়রানি না হয়।’’

Post a Comment

0 Comments