বিজ্ঞাপন দিন

জলঢাকা জনসচেতনতা বাড়াতে প্রশাসনের তৎপরতা

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় মরণব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে সরকার ঘোষিত সাত দিনের লকডাউনের প্রথম দিনে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে শহরের বিভিন্ন জায়গা ঘুরে দোকান বন্ধ, মাস্কপড়া, অটো রিকসায় সামাজিক দুরত্ব চলাফেরা সহ বিভিন্ন নিদের্শনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, নির্বাহী অফিসার মাহমুদ হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মনি, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান সুমন, ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদি, এসআই বিল্লাহ, পৌর যুবলীগ নেতা রাজীব চৌধুরী প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান বলেন সরকার ঘোষিত লকডাউন কেউ অমান্য করলে আমরা তা মেনে নেব না। সকাল ৬ টা থেকে বিকাল চারটা পর্যন্ত ঔষধের দোকান ও নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সবকিছু বন্ধ থাকবে। যে এই আইন অমান্য করবে, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে। সে যেই হোক না কেন। এ জন্য আমাদের পুলিশ প্রশাসন ও মোবাইল টিম সর্বক্ষণ তৎপর রয়েছেন।

Post a Comment

0 Comments