বিজ্ঞাপন দিন

নীলফামারীর কিশোরগঞ্জে "কৃষাণ উন্নয়ন সংস্থা"এর পক্ষ থেকে এক ব‍্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান



এম এম রাজা,নীলফামারী:নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার  বড়ভিটা ইউনিয়নের একজন পল্লী চিকিৎসককে তার চিকিৎসার জন‍্য  আর্থিক সহায়তা প্রদান করেছে কৃষাণ উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন।গতকাল শনিবার রেড রোজ ল‍্যাবরেটরীজ এর সহযোগী সংগঠন " কৃষাণ উন্নয়ন সংস্থা (কাস)" এর বন্ধু তহবিল এই আর্থিক সহযোগিতা প্রদান করে। কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের পল্লী চিকিৎসক প্রশান্ত কুমার রায় দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভূগছিলেন।তখন। বিষয়টি  রেড রোজ ল‍্যাবরোটরিজ এর সহযোগী সংগঠন বন্ধু তহবিল এর  নজরে আসলে গতকাল শনিবার প্রশান্ত কুমার  বাড়ীতে এসে ঐ পল্লী চিকিৎসক কে ওপেন হার্ট সার্জারি করার জন‍্য নগদ ৫০,০০০ হাজার টাকা সহায়তা  প্রদান করেন রেড রোজ ল‍্যাবরেটরীজ এর ব‍্যবস্থাপনা পরিচালক ও কৃষাণ উন্নয়ন সংস্থা (কাস) এর নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান (ডন) সহ কাস এর সদস‍্যগন। এ সময় এস এম মনিরুজ্জামান (ডন) বলেন, "এখন থেকে সংস্থার সাথে জড়িত সকল সদস্যকে বিভিন্ন দুরারোগ‍্য ব‍্যাধিতে আর্থিকভাবে সহায়তা প্রদান করবে "কাস"।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রেড রোজ ল‍্যাবরেটরীজ এর রিজিওনাল সেলস্ ম‍্যানেজার মনিরুল হাসান (নয়ন), নীলফামারী জেলার এরিয়া ম‍্যানেজার কামরুল হাসান,  "কাস" এর সদস‍্য পল্লী চিকিৎসক চিত্ত রঞ্জন রায় (কুশী), আব্দুস সাত্তার,যোগেস চন্দ্র রায়, "কাস" এর প্রতিনিধি সোহানা আফরিন(সূচনা), স্থানীয় পল্লী চিকিৎসক বৃন্দ, এলাকার গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ সহ বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক্স  মিডিয়ার সাংবাদিক বৃন্দ্ব।

Post a Comment

0 Comments