বিজ্ঞাপন দিন

সারাদেশে সমানভাবে উন্নয়ন হচ্ছে ...........আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর বিভাগীয় কমিশনার



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার: শহরে যেমন উন্নয়ন হচ্ছে। তেমনি গ্রামেও উন্নয়ন হচ্ছে। সারাদেশেই সমানভাবে উন্নয়ন হচ্ছে। গ্রামের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে। আগে গ্রামের মানুষ খড়ের বাড়িতে বসবাস করতো। এখন তা চোখেই পড়ে না। কিছু সংখ্যাক মানুষ টিনের বাড়িতে থাকলেও অধিকাংশ মানুষ ইটে বাড়িতে থাকে। 

রবিবার বিকাল ৪ টার দিকে ডোমার আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্র পরিদর্শনকালে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা ওই কথাগুলো বলেন। 

তিনি আরো বলেন, আমাদের সবাইকে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খুব কম সময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবো। 

ডোমার আঞ্চলিক বাঁশ গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রে দুই দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন শেষে ৩০ জন প্রশিক্ষনার্থী বাঁশ চাষির মধ্যে কঞ্চি-কলম বাঁশের চারা বিতরণ করেন। বাঁশ গবেষণা কেন্দ্রের বিভাগীয় কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

এরআগে সকালে ডোমার ভিত্তি বীজআলু উৎপাদন খামার পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন। বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে ৮৭ জন দফাদার ও মহল্লাদারদের মাঝে বাই-সাইকেল, রেইনকোট,সোল্ডার ও জুতা বিতরন করা হয়।

                                                       


Post a Comment

0 Comments