বিজ্ঞাপন দিন

রাত পোহালেই খুলছে জলঢাকার ৩৩৫ শিক্ষাপ্রতিষ্ঠান



ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর রাত পোহালেই খুলছে নীলফামারীর জলঢাকা উপজেলার ৩৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় গত রোববার (৫ সেপ্টেম্বর) কঠোর স্বাস্থ্যবিধি মেনে সরকারি কিছু নির্দেশনা পালন করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষনা দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। ঘোষনার পরে থেকেই প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিষ্ঠান প্রধানরা। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৪৯ টি,নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ১১ টি,মাধ্যমিক বিদ্যালয় ৪০ টি,কলেজ ৬ টি এবং এমপিও ভুক্ত মাদ্রাসা ২৯ টি। এছাড়াও জলঢাকা উপজেলায় ৪৩ টি কিন্ডারগার্ডেন স্কুল ও বেশ কয়েকটি মাধ্যমিক পর্যায়ের প্রাইভেট প্রতিষ্ঠান খুলবে বলে জানা গেছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক জানান,মাধ্যমিক পর্যায়ের সকল বিদ্যালয় খোলার জন্য সকল কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট প্রাধানরা,যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান করা হবে। উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারী আকার ধারন করায় গত বছরের ১৭ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করেন সরকার। 


Post a Comment

0 Comments