বিজ্ঞাপন দিন

ডোমারে ২৮টি কমিনিটি ক্লিনিকে রেজিস্টেশন ছাড়াই করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে



রতন কুমার রায়,স্টাফ রিপোর্টার:  নীলফামারীর ডোমার উপজেলার ২৮টি কমিনিটি ক্লিনিকে রেজিস্টেশন ছাড়াই দেওয়া হচ্ছে করোনা প্রতিরোধি ভ্যাকসিন। উপজেলা স্বাস্থ্য বিভাগ দ্রুত সময়ের মধ্যে ভ্যাকসিন প্রদানের জন্য সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুইদিন ক্লিনিকগুলোতে করোনা’র টিকা দেওয়ার উদ্দ্যেগ গ্রহন করেন।

মঙ্গলবার(২৩ নভেম্বর) ক্লিনিকগুলোতে সকাল ৯টায় শুরু করে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হয়। শুধু মাত্র এনআইডি কার্ড নিয়ে সুবিধা গ্রহনকারীরা ক্লিনিকে এসে টিকা গ্রহন করছেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, ২৮টি কমিনিটি ক্লিনিকে প্রথম ও দ্বিতীয় ডোজসহ নির্ধারিত দিনে ৫শত জনকে টিকা দেওয়া হবে। উক্ত কার্যক্রম ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত  চলমান থাকবে।

                                      


Post a Comment

0 Comments