বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ৩দিনব্যাপী অনুষ্ঠিত ইজতেমার শেষদিন আখেরি মোনাজাতে লাখো মানুষের ঢল



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীতে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে আজ শেষ হয়েছে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত তাবলীগ জামাতের বিশ্ব মিনি ইজতেমা। নীলফামারী সদরের দারোয়ানি সুতাকল মাঠে গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যেদিয়ে শুরু হয়ে শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে  শেষ করা হয় ধর্মপ্রাণ মুসলিমদের এই ইজতেমা। আয়োজকরা জানিয়েছেন, এখানে দেশী ও বিদেশী ইসলামিক চিন্তাবিদ সহ ঢাকা কাকরাইল মসজিদের মুরব্বীগন উপস্থিত ছিলেন। দেশী, বিদেশী মুসল্লিদের সুবিধার্থে এসব বয়ান কয়েকটি ভাষায় তর্জমা (অনুবাদ) করা হয়। ইজতেমায় আলেমরা দিনের দাওয়াত, ধর্ম ও আখিরাত নিয়ে মুল্যবান বয়ান করেন।ইজতেমার শেষদিন আখেরি মোনাজাতে লাখো মানুষের উপস্থিতি ঘটেছে ইজতেমা মাঠে। ইজতেমা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। ইজতেমার চারপাশে সন্দেহভাজন ব্যক্তিদের নজরদারি করতে পর্যাপ্ত ব্যবস্থা ও সাধারণ মুসল্লিদের চলাচলের সুবিধার্থে আশপাশের রাস্তায় ভারি যানবাহন চলাচল ছিল সীমিতভাবে।

Post a Comment

0 Comments