বিজ্ঞাপন দিন

জলঢাকায় ৫৮ হাজার শিশুকে খোয়ানে হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল



মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক শিশুকে ক্যাপসুল খোয়ানোর মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোহাম্মদ রেজওয়ানুল কবীর, মেডিকেল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ ফিরোজ হাসান খান, এমটি ইপিআই রাশেদুল ইসলাম ও স্বাস্থ্য পরিদর্শক মনিভূষন চক্রবর্তী প্রমুখ। এসময় ডাঃ কবীর জানান, ১৪ ডিসেম্বর পর্যন্ত উপজেলার ২শত ৮৯টি ইপিআই সেন্টারে সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে একটি স্থায়ী ক্যাম্প করা হয়েছে। ক্যাম্পইনে ৬মাস হতে ১১ মাস বয়সী ৬ হাজার শিশুকে লাল রংগের ও ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ৫২ হাজার শিশুকে নীল রংগের ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দোগে ৫ শত ৭৮ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সহযোগিতা করছেন। এই ক্যাম্পইন ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে।#

Post a Comment

0 Comments