বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভ্রাম্যমাণ আদালতে গাঁজা ব্যবসায়ীর কারাদন্ড



রবিউল ইসলাম রাজ,বিশেষ প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান ওই সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন,পৌর শহরের সবুজ পাড়ার আল-হারামাইন মসজিদ সংলগ্ন এলাকার মহুবর রহমানের ছেলে নুরনবী (২৮)।

জানা যায়, সোমবার ১২ঃ১০ মিনিটে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিম শহরের সবুজপাড়া এলাকায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনার সময় নুরনবীকে তার নিজ বাড়িতে ৫শত গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরনবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এবং ৫শত গ্রাম গাঁজাজব্দ করে পুড়িয়ে দেওয়া হয়।

Post a Comment

0 Comments