বিজ্ঞাপন দিন

নীরফামারীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীতে গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জলঢাকা উপজেলার নবনির্বাচিত ১১ এবং সদর উপজেলার ১১ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নীরফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথগ্রহণ  অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী  ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়ার আগে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।রাজনৈতিক আক্রোশ ও প্রতিদ্বন্দ্বীতা ভুলে গিয়ে মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষায়  কাজ করতে নব নির্বাচিত চেয়ারম্যানদের প্রতি আহবান জানিয়ে জেলা পুলিশ সুপার বলেন, যে বিশ্বাস ও আস্থা নিয়ে জনগণ আপনাদের ভোট দিয়েছেন, সে বিশ্বাসের মর্যাদা রক্ষা করতে হবে। নির্বাচনে অনেক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকলেই ভোটের জন্য মানুষের কাছে ছুটে গেছেন। আকুতি-মিনতি করেছেন। সেখান থেকে একজনই নির্বাচিত হয়েছেন। সুতরাং মানুষের সেই মর্যাদাটুকু রক্ষা করতে হবে এবং সবার সাথে সমন্বয় রেখে কাজ করলে অনেক সুফল পাওয়া যায়। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন, সদর উপজেলা চেয়ারম্যান সাঈদ মাহমুদ, জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন,সদর ইউএনও জেসমিন নাহার, জলঢাকা ইউএনও মাহবুব হাসান ও জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু প্রমুখ।শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক আব্দুর রহমান।শপথগ্রহণ শেষে জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা  নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন কৈমারী মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক। বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। এর আগে দেশের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

Post a Comment

0 Comments