বিজ্ঞাপন দিন

জলঢাকায় দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মাঝে চেক বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় দূরারোগ্য রোগে আক্রান্ত ৩৪ জন রোগীর মাঝে ১৭ লাখ টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুল মোতালেব সরকার। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিল চন্দ্র বর্ম্মন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এমদাদুল হক প্রামানিক প্রমুখ। এসময়  উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল জানান,  দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের এ সহযোগিতা দেয়া হয়।আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ৩৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই চেক বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments