বিজ্ঞাপন দিন

জলঢাকায় বর্নাঢ্য আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন



মর্তুজা ইসলাম, জলঢাকা, প্রতিনিধিঃ নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সুচনা করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এরপর কেক কাটা ও নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে বিকেলে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সন্ধায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাদিউজ্জামান হাদির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আ'লীগের সাধারন সম্পাদক এ্যাড. মমতাজুল হক। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক ও কাঠালী ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল,  যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগের সভাপতি সারোয়ার রশীদ, যুবলীগ নেতা রাজীব চৌধুরী, শাহান কবীর শাহিনুর প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের  সাধারন সম্পাদক আজম সরকার প্রমুখ। সভা শেষে জাতীয় ও স্থানীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়।  

Post a Comment

0 Comments