বিজ্ঞাপন দিন

জলঢাকায় মুজিববর্ষ উপলক্ষে শিক্ষকদের প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় শিক্ষকদের অংশগ্রহণে এক প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠের খেলায় জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক একাদশ ৭ উইকেটে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় শিক্ষক একাদশ কে পরাজিত করে। নির্ধারিত ১৬ ওভারের খেলায় অনির্বান বিদ্যাতীর্থ প্রথমে ব্যাট করে ১৫.৩ ওভারে ৮২ রানে অলআউট হয় জবাবে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান করে। উভয় দুই স্কুলের পক্ষে খেলায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক আমিনুর রহমান, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান হাফিজ ও উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, অধ্যক্ষ আবেদ আলী, প্রধান শিক্ষক আশেকুর রহমান ও খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় এই খেলার আয়োজন করে। খেলাটি দেখতে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও দর্শক উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments