মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মুক্তিযুদ্ধের সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ক্রীড়া সংগঠক শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার রাতে উপজেলার অন্বেষা ভবনে পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল মাস্টারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা শহীদ শেখ ফজলুল হক মনি'র স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ক্রীড়া ও যুব রাজনীতিতে তার অবদান নিয়ে আলোচনা করেন। এর আগে পৌর যুবলীগের আহবায়ক নজমুল কবীর মুকুল কে আহবায়ক ও পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক লাভলুর রশীদ, যুবনেতা রেজাউদ্দৌলা বাবু, শাহান কবীর শাহিনুর, হাসানুর রহমান চৌধুরী রাজিব কে যুগ্ম আহবায়ক এবং সারোয়ার রশীদ কে ১নম্বর সদস্য করে ১০১ সদস্য বিশিষ্ট জলঢাকা উপজেলা শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদের নবগঠিত কমিটির পরিচিতি করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস এর সম্পাদক ও সাংবাদিক মর্তুজা ইসলাম, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, সাংবাদিক ভবদিশ রায় প্রমুখ। উপজেলা শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ এই সভার আয়োজন করে।#
0 Comments