বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বদেশ এনজিও-র সহযোগিতায় ঘর পেলো অসহায় রফিকুল



রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি নীলফামারীর জলঢাকায় জাৰ্মানীর দাতা সংস্থা "হেল্প দুনিয়া"র অর্থায়নে জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা "স্বদেশ" এর বাস্তবায়নে মেজে পাকাসহ রঙ্গিন টিনসেট এর ঘর পেলো অসহায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি। সে পৌর শহরের বগুলাগাড়ী ডাঙ্গাপাড়া ৪ নং ওয়ার্ড মৃত হবিবরের ছেলে।সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে রফিকুলের পরিবারের কাছে ঘরটি হস্তান্তর করা হয়েছে। "স্বদেশ" এনজিও-র চেয়ারম্যান আবু সাঈদ এর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির। এসময় উপস্থিত ছিলেন "মধ্য কাজিরহাট বালিকা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা" এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আনোয়ার হোসেন ও সাংবাদিক রবিউল ইসলাম রাজ সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ প্রমূখ।"স্বদেশ" এনজিও-র চেয়ারম্যান আবু সাঈদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র স্বপ্ন কাউকে গৃহহীন না রাখা। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নের একজন সহযোগী হতে পেরে স্বদেশ এনজিও-র আমরা আজকে গর্বিত। সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।জলঢাকা থানা'র অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন,বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের হাজার হাজার ঘর নির্মাণ করে দিতেছে। সরকারের এই উন্নয়ন কাজে হেল্প দুনিয়া এর অৰ্থায়নে স্বদেশ এনজিও-র বাস্তবায়নে রফিকুল ইসলাম আজকে একটি মাথা গোজার ঠাই পেলো। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি সংশ্লিষ্ট সকলের প্ৰতি ।

Post a Comment

0 Comments