বিজ্ঞাপন দিন

জলঢাকার কৈমারী ইউনিয়ন পরিষদে প্রায় পাচঁ কোটি টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ "সময়মত দেব কর, ইউনিয়ন হবে স্বনির্ভর" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার ১১নং কৈমারী মডেল ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৪ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ৮শত ১৯ টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে ২০২২) বিকেলে ইউনিয়ন পরিষদ হল রুমে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্বে উম্মুক্ত প্রথম বাজেট ঘোষনা করা হয়। অনুষ্ঠিত উক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান। এসময় বক্তব্য রাখেন, ইউপি সচিব রশিদুল ইসলাম, ইউপি সদস্য ঝড়িয়া সরকার, জোনাব আলী জনি, আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য পেয়ারী বেগম, মায়া রানী ও জবেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ঘোষিত নতুন বাজেট অনুয়ায়ী ইউনিয়নে উন্নয়ন মুলক কর্মকান্ড পরিচালনা করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments