বিজ্ঞাপন দিন

জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ে নবীরবরন ও বিদায় অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ব্র্যাক পরিচালিত জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বিদ্যালয় চত্বরে ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক আকতারুল ইসলামের সভাপতিত্বে  এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাবেয়া চৌধুরী ডিগ্রী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকনন্দ মহন্ত। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাকের শিক্ষা কর্মসুচির আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়, শিক্ষা কর্মসুচির এলাকা ব্যবস্থাপক আনিছার রহমান, গোপালঝাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সহকারী অধ্যাপক আ.স.ম ফরিদ-উল- হাসান, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমু হেলাল ও সিনিয়র শিক্ষক নিরঞ্জন রায়, বজলুর রশিদ, রোকসানা ও বিশ্বজিৎ কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধান করেন প্রধান শিক্ষক মির্জা এম. এ গালিব। শেষে ২০২২ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মোনাজাত করা হয়। এর আগে ২০২২ সালে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। জলঢাকা মাধ্যমিক বিদ্যালয়ের (ব্র্যাক) আয়োজনে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


Post a Comment

0 Comments