বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ বুধবার (১৫জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ছেলে নভো'র মুখে একটি ক্যাপসুল খাওয়ায় দিয়ে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু তৈয়ব, ডাঃ ফিরোজ হাসান খান ও ইউএমটি-ইপিআই রাশেদুল ইসলাম প্রমুখ।

এসময় ডাঃ আবু তৈয়ব জানান, ১৫ জুন থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত ক্যাম্পেইন চলবে। তিনি আরো জানান, এবারে উপজেলায় ৬ মাস থেকে ১ বছরের প্রায় ৫ হাজার ৭শত শিশুকে নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছরের ৫০ হাজার ৬৪২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এছাড়াও ২ শত ৮৯ টি কেন্দ্রে ৫ শত ৭৮ জন স্বেচ্ছাসেবক এই দায়িত্ব পালন করছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দোগে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।  


Post a Comment

0 Comments